কবিতা/গান
একটু পরে
হেঁসে খেলে রোজে ক্ষুধা পেলে ভোজে কাটালে শিশুকালে,
বাবা-মা তোমার দয়ারি পাহাড় ফেলেনি ঈমানী হালে।
পড়াশুনা হলো শুরু বলে দিল গুরু শিক্ষার মহামন্ত্র,
এই ছেলে নাকি আর নাই বাকি হয়ে যাবে উন্নয়নের যন্ত্র।
পড়াশুনা শেষে সৎ-সাধু বেসে কাটাবে জীবন খানি,
এই পণ করে মুক্তির পথ ধরে দরবেশ হবে জানি।
ছলনা কেন কর তুমি যেন ছাত্র জীবন হয়ে যায় শেষ,
চাকরিটা হলে এই কথা বলে ভাল হয়ে যাবে তুমি বেশ।
চাকরিটা তাই হয়ে গেল ভাই এখন করিবে সাধি,
মিটিল সব আশা পাকা হলো বাসা হলো মরণ ব্যাধি।
ভুলে গেলে সব আছে যেন রব বেঁচে ছিলে যার জন্য,
বোঝনাই তুমি লেখেনি ভূ-স্বামী হিসেবের খাতায় পুন্য।
– মোঃ মোখলেছুর রহমান (২০ই চৈত্র ১৪১৬)
আর কত অপেক্ষা করবেন ভাল কাজ না করেই ভালো সাজার জন্য।