কবিতা/গান
কবিতা: মৃত্যু পথযাত্রী
বারংবার মৃত্যু পিছু পিছু হাঁটিতেছে আমার,
জেনেও চালাচ্ছি ব্যর্থ চেষ্টার জোয়ার।
যেমনি করে,যেভাবেই পারি তারে
পথ ভ্রান্ত করার দীর্ঘ কৌশলে,
চিনিয়ে আমায় নিতে পারে সুযোগ পেলে।
নিরন্ন মনে কালো সেই পথ আসছে অনুধাবনে,
কত কিছুই করেছি এই জীবনে।
অবশেষে ভুল ভেঙ্গেছে মোর মনে,
নিজেকে মুক্ত করছি সমর্পণে,
আদি পুরুষ থেকে শুরু করে,
সবাই গেছেন মৃত্যুযাত্রী হয়ে,
তাহলে আমি কি রবো এই ধরায় পড়ে?
হে আমার জীবন,
বাঁচিবার এতো আকুতি করিও না তুমি,
ফিরিয়া যাইতে হবেই তোমায়,
একদিন হবেই তুমি মৃত্যু পথযাত্রী।
লেখিকা: হুমায়রা বিনতে লোকমান