কবিতা/গান

স্বাধীনতা আজ নিন্দিত

২৬শে মার্চ, ২০২১

আমার রক্ত স্রোতে এ কিসের উদযাপন
মম লাশের বুকে কার বিজয় নৃত্য প্রদর্শন।

স্বাধীনতা তুমি কি আমার রুধির পিয়াসী?
ক্ষণে ক্ষণে তুমি কি আমার মৃত্যুন্বেষী?

শোণিতধারার লাল গালিচায় কারে করছো বরণ
ছেলের বুকে গুলি হেনে তুমি কার ধুইছো চরণ?

মসজিদের টিয়ারশেলে কার গৃহে জ্বালো আলো?
কার কামনা পূরণে তব সন্তানের তনু জ্বালো?

স্বাধীনতা তুমি কি আমার মৃত্য-আহত কন্ঠে বাজিবে
ছেলের বুকে গেথে বাণ কারে তুমি বুকে করিবে?

রক্ত,অশ্রু, জীবন নিয়ে করো নিঠুর মরণ খেলা
স্বাধীনতা তুমি কার ডাকে কোন কূলে ভিড়ালে ভেলা?

লাশের সিড়ি বেয়ে কার গুল বাগিচায় তব বিচরণ
ফেলানীরে ভুলে কার চরণ তলের অভ্যর্থনার তুমি বসন।

তুমি কার পদ ধুলি আদরে রেখে মাথার পরে
দাও বির্সজন তিস্তা, পদ্মা, মহানন্দারে?

মোর ললাট দেবে কার কপোলে দাও টিকা?
রক্ত চক্ষু মোর পানে,হাসি মুখে কারে দাও দেখা?

কারে খুশির ঝর্ণা ধারায় করাইতে স্নান
করেছো তব সন্তানের প্রাণ রক্ত স্নান।

স্বাধীনতা তুমি কি আজ নন্দিত
তুমি আমার রক্ত কালিমায় নিন্দিত।

আব্দুর রহমান ইউসুফ

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button