কবিতা/গান

হিজাব হিসাব

ঐ দেখা যায় তালগাছ
ঐ হলো এক মুড়ো,
হিজাব দিয়ে তৈরি করা
হিমালয়ের চুড়ো।

হেথায় পিন আপ হোথায় পিন আপ
আধঘন্টার কাজ,
যত্ত পোশাক তত্ত ম্যাচিং
ভাঁজের ওপর ভাঁজ।

রঙ বেরঙের ছড়াছড়ি
চুমকি ডলার পুঁতি,
রেডি হিজাব টেইলর মেড
রেশমি লিনেন সুতি।

লোকের নজর ঢাকতে গিয়ে
সবার নজর টানে,
এমনতরো পর্দা করার
কি জানি ভাই মানে!

উঁটের কুঁজের মত উঁচু
হিজাব তোমার বোন,
কঠিন নিষেধ তবুও সেটাই
মানার প্রয়োজন।

নিজ খেয়ালে যেমন সাজাও
পর্দা তেমন নয়,
শরিয়তের বিধান মেনেই
পর্দা কেবল হয়।


– হোসনে আরা হাসি

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button