কবিতা/গান
এরা বন্ধু দাদার, শত্রু তোমার
দেশটাই যদি না রবে বলো
ফতোয়া দিয়ে কি হবে?
রাষ্ট্রই যদি না রবে বলো
রাষ্ট্র নেতায় কি হবে?
তুমি কি ভবো আজও
কেউ তোমার কাটবে গলা
লাশের মিছিল বসাবে
তবে তুমি,
স্বাধীনতার আওয়াজ লাগাবে?
আজ তোমায় করা হবে পংঙ্গু শিক্ষায়
চাকুরিতে,নেতৃত্বে,
আর দ্বীন দীক্ষায়,দেওয়া হবে বাধা
দাড়ি আর পর্দায়।
জেনে নাও,স্বাধীন নও
পরাধীন তুমি
পদে পদে কেউ যদি
তোমার ঘাড় মটকায়।
মিছিলে মিছিলে যদি চাও
অধিকার,
তুমি কি বলো দেশ টা
আজও তোমার।
দাবী টা যদি না হয় মানা,
চাওয়াটা যদি না হয় পূরণ,
লক্ষ তুমি, হাজারে হাজার
জেনে নাও দেশটা তো নয় তোমার।
তোমার রক্তে সিক্ত মাটি,
তোমার মৃত্যু সংবাদ পত্রিকা না ছাপে,
পরদেশের কাউরো তরে মায়া কান্না করে,
জানে নাও এরা বন্ধু দাদার
শত্রু তোমার।
– আব্দুর রহমান ইউসুফ।