কবিতা/গান

ছড়া: ফোনটা ধরা মানা

ওই যে দেখো ওই বাড়িটার
সবার আছে জানা
খোকা খুকু পিচ্চি বাবুর
ফোনটা ধরা মানা

ফোনটা যখন পড়ছে কোনো
ছোট্ট ছানার হাতে
মাথার ভেতর জট পেকে যায়
ঘুম আসে না রাতে

যার পড়াতে খুব মনোযোগ
বুদ্ধিতে বেশ পাকা
ফোনটা নিলে যখন তখন
হচ্ছে মাথা ফাঁকা

যে আছে বেশ হাসি-খুশি
আনন্দ খুব মনে
ফোন পেয়ে সব ওলট-পালট
কাঁদছে অকারণে

যে বাবুটা হয়নি বড়
দেখল বাজে কিছু
কাটবে যে দিন আতঙ্কে তার
ছাড়বে না ভয় পিছু

তাই তো দেখো ওই বাড়িতে
নোটিশ আছে টানা—
‘ফোনটা ধরা মানা রে ভাই
ফোনটা ধরা মানা!’

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button