কবিতা/গান

রক্তক্ষরণ

লেগেছে আগুন আপনারি ঘরে কে নিভাবে ভাই!
ফের হেথা উষ্ট্র, সিফফীনের যুদ্ধ বেধেছে ভাই!

হস্ত তার লালে লাল আজ নিজেরি খুনে,
ভীত ত্রস্ত সে আজ নিজেরে দেখে এই রূপে।

এ যায় কোন সংহারক, তলোয়ার হাতে ধরি
অবয়ব তার চেনা সে তো মোর গৃহের বাসী।

আমি তো তারি গৃহের, সে আমার খুন কেন চায়?
এ কে ভায়া আমারি রক্তে পিপাসা মিটাতে চায়?

উঠিয়াছে পশ্চিমাকাশে কালো মেঘ গুরু তর্জনে,
ভাঙ্গা এ তরী, মাঝি মাল্লায় ঠেলাঠেলি পাল জর্জরে।

উত্তাল পাহাড় সম ঢেউয়ে এ বুঝি ডুবে নাও ভাই,
এপার ওপার কোন তো কূল কিনারা নাই।

কে ভাই নাবিক হেথা, কে সওয়ারী,
কে বা পাত-চালক কে আরোহী

কে ধরেছে দাঁড় ঠেলিয়া মাল্লা-মাঝি,
লাগেনা কি ডর? কে এই হুজুগে আনাড়ি।

 

– আব্দর রহমান ইউসুফ

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button