কবিতা/গান

শেষ কথা

আমাদের আরো একবার দেখা হওয়া উচিত
অন্তত শেষবারের মতো হলেও
মুখোমুখি বসা উচিত পরস্পর পরস্পরের।

বহু সমীকরণ মিলিয়ে
বহু ভগ্নাংশ ডিঙিয়ে
বহু ঝড়ের বিপরীতে, আর
বহু স্রোতের প্রতিকূলে আমরা
কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটেছি।

শহরের ল্যাম্পপোস্টের আলো জানে—
আমাদের অনিঃশেষ আড্ডা,
ধূমায়িত চায়ের কাপ আর
নিরঙ্কুশ কলরবে কেটে গেছে কতো নিযুত রাত্রি।

আমাদের সম্পর্ক এতো নিবিড় আর
এতো নিঁখুত ছিলো যে—
সবচেয়ে বাজে দুঃস্বপ্নেও আমরা
হাত ধরে ছিলাম পরস্পর পরস্পরের।
ট্রয় নগরীর অনিবার্য পতনকে বিশ্বাস করা যায়,
মেনে নেওয়া যায় টাইটানিকের অতলান্তে
হারিয়ে যাওয়ার ঘটনাকেও।
কিন্তু—আমাদের বিচ্ছেদ হতে পারে
সে কথা দুঃস্বপনেও ভেবেছিলে কখনো?

পুতুলের বিয়ে দেওয়া হয়ে গেলে
বালিকা যেভাবে খেলা ভেঙে দিয়ে উঠে যায়
ঠিক সেভাবে একদিন
আলাদা হয়ে গেলাম আমরা দুজন।
অথচ— আমাদের না ছিলো নাবালিকা জীবন
আর, আমাদের জীবনও ছিলো না খেলার আসর।

আমাদের আরো একবার দেখা হওয়া উচিত
মুখোমুখি বসা উচিত পরস্পর পরস্পরের।
তোমাকে বলে আসা দরকার—
কোনো সম্পর্কই প্রথম সম্পর্কের মতো মধুর হয় না৷

– আরিফ আজাদ

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button