কবিতা/গান

শ্রেষ্ঠ আলেম

||যে আলেম কয় না কথা দেশের তরে,

সমাজ থেকে পালিয়ে দূরে,

ক্বুর’আন কিতাব পুঞ্জি করে,

একলা নিজের ধান্দা করে রাত্রি দিন।

যে আলেম লয়না খবর পাশের ঘরে,

না খেয়ে কার জীবন ঝরে,

দাওয়াত খেয়ে উদর ভরে,

হাদিয়া পেয়ে আয়েশ করে ভাবনাহীন।

সে আলেম মস্ত জালেম||

||যে আলেম ইলেমটাকেই তার জীবনের উপার্জনের যন্ত্র বানায়,

যে আলেম রবের কালাম নবীর হাদীস লোক ভোলানোর মন্ত্র বানায়,

যে আলেম মাদরাসা মসজিদ দেখিয়ে,

দেশ বিদেশের সদকা নিয়ে,

বানায় নিজের প্রাসাদ বাড়ি,

হাই মডেলের চালায় গাড়ি রাজপথে।

যে আলেম ওয়াজ নসিহত পরকে করে,

দ্বীন মানে না নিজের ঘরে,

স্বার্থ কায়েম রাখতে গিয়ে

সন্ত্রাসীকেও হাত বাড়িয়ে নেয় সাথে।

সে আলেম দুষ্ট আলেম, সে আলেম নষ্ট আলেম||

||যে আলেম মর্যাদা সম্মান বিকিয়ে মূর্খ লোকের হয় পরাধীন,

যে আলেম দুষ্ট লোকের মন যুগিয়ে উচ্চ পদে হয় সমাসীন।

যে আলেম খতিব হয়েও রবের ঘরে,

সত্য কথা কয় না ডরে।

চাকরি, বেতন, ভাতার টানে,

প্রভাবশালীর হুকুম মানে চোখ বুজে।

যে আলেম বিত্তশালীর গোলাম হয়ে,

সব অনাচার যায়রে সয়ে।

হালাল হারাম এক করে তার মেজাজ মতন ফৎওয়া দেবার পথ খুজে।

সে আলেম ব্যর্থ আলেম, সে আলেম ভ্রষ্ট আলেম||

||যে আলেম পবিত্র সুন্নাতকে বানায় নিজকে ঢাকার পোশাক শুধু,

আড়ালে তাক্বওয়া ভুলে দুহাত খুলে দুনিয়াদারির খায়ে সে মধু।

যে আলেম বাইরে সেজে মহান অলি,

লোকের চোখে দিচ্ছে ধুলি।

পরের টাকায় পকেট ভারি,

নেই আমানত ঈমানদারি অন্তরে।

যে আলেম যাত্রাপালার পোশাক পড়ে,

টিভির চেয়ার দখল করে,

ইলেম কালাম নেই ভিতরে,

মনগড়া সব বয়ান করে মুখভরে।

সে আলেম ভণ্ড আলেম, সে আলেম মূর্খ আলেম||

||যে আলেম হজ্জ কাফেলার পুণ্য কাজেও লোক ঠকানোর ফন্দি করে,

যে আলেম ইসলামি রাজনীতির নামে যেথায় সেথায় সন্ধি করে।

যে আলেম পড়লো অধিক জানলো অধিক,

চারআনা তার বুঝলো না ঠিক,

নিজের বুঝেই সবচে জ্ঞানী,

চার দেয়ালের বাদশাহ তিনি এই ভাবে।

যে আলেম চোখ দুটো তার উলটা করে,

অন্য লোকের ভুলটা ধরে,

অন্য সবার দোষের পাহার,

নিজের গলদ একটুও তার নেই ভাবে।

সে আলেম অজ্ঞ আলেম, সে আলেম ধুর্ত্ব আলেম||

||যে আলেম ঈমান, আমল, হক্ব, আমানত, বজায় রেখে চলতে পারে,

যে আলেম বেশভূষা নয় চরিত্র আর কর্মে সবার দৃষ্টি কাড়ে।

যে আলেম মিল রাখে তার কথায় কাজে,

নিজকে বিলায় সবার মাঝে,

দেশের তরে দশের তরে,

চিন্তা ফিকির চেষ্টা করে নিজগুণে।

যে আলেম অন্যায়ের প্রতিবাদ করে,

দূর্নীতির প্রতিরোধ গড়ে,

অত্যাচারীর সংঙ্গে লড়ে,

কথায় লেখায় দিন বদলের বীজ বুনে।

সে আলেম সত্য আলেম, সে আলেম শ্রেষ্ঠ আলেম, সে আলেম যোগ্য আলেম, সে আলেম ধন্য আলেম, সে আলেম পূর্ণ আলেম, সে আলেম গুণ্য আলেম||

-জাগ্রত কবি মুহিব খান

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button