ধরতেই হবে সিঁদেল চোর
-আতাউর রহমান মন্ডল
মুংলী, চারঘাট, রাজশাহী।
আর দেরী নয় এখনই সময়
জাগ, জেগে থাক রাত্রি দিন।
খামার তোমার হামলা ও কার
তোমার খামারে বিরতিহীন?
পূর্বপুরুষ পিতা-পিতামহ
সবার প্রিয় এদেশ আবাস
এখানে সকলে বাস করে গেছে
তোমরাও এখানে করছ বাস।
দেশের উপরে শ্যেন-শকুনেরা
করছে সদাই নযরদারী
দেশের সকল ভাল-মন্দের
কে দিল ওদের যিম্মাদারী?
এদেশ লড়েছে মেরেছে মরেছে
শহীদ অথবা হয়েছে গাযী
এখনো এদেশ লড়বে লড়বে
মারতে-মরতে এখনো রাজী।
বাঁচাতেই হবে বখতিয়ারের
তিতু-সিরাজের শূন্য ধাম
বুকের তপ্ত লাল লহু যারা
দেশকে বাঁচাতে দিয়েছে দাম।
ভেদাভেদ ঠেলে দলাদলী ফেলে
বাঁচাতেই হবে দেশটাকে
বর্গী ঠেঙাড়ে হার্মাদ ঠগী
ঠেকাতেই হবে একডাকে।
আজ জনতার ফুসে উঠবার
রুখে দাঁড়াবার ক্রান্তিকাল
ঐক্য গড় জাতীয় ঐক্য
ফেলো ছিঁড়ে ফেলো ভ্রান্তি জাল।
গণতন্ত্রের শান্ত্রিরা সব
জাগ জেগে থাক রাত্রি ভোর।
সুবহে কাযেবে সুবহে ছাদেকে
ধরতে হবে সিঁদেল চোর।