অহি-র দাওয়াত
-মুহাম্মাদ আবু সাঈদ
মধ্য নওদাপাড়া, রাজশাহী।
ওগো, তোরা দেখবি যদি আয়
হেরার জ্যোতির আলোর রেখা
এই নওদাপাড়ায়\
হেথা কুরআন-হাদীছ পুঁজি করে
দ্বীনের পথে যাচ্ছে লড়ে
শিরক-বিদ‘আতের মূলোৎপাটনে
চেষ্টা সর্বদায়\
ওগো, ইসলামী সমাজ স্বপ্ন যাদের
দাওয়াত এরা দিচ্ছে তাদের
তাক্বলীদের পথ ছেড়ে দিয়ে
এসো এ আঙ্গিনায়\
তুমি কুরআন-হাদীছ মন্থন করে
দ্বীনের দামান ধর অাঁকড়ে
শিরক-বিদ‘আতী হ’লে রে ভাই
জাহান্নামে হবে ঠাঁই\
আজ অহি-র দাওয়াত করলে কবুল
জীবন তোমার হবে মকবুল
তুমি শিরক-বিদ‘আত রাখলে দূরে
আখের হবে রোশনাই\
আজ শত ফিরক্বা হায় ইসলামে
তুমি খুঁজছ আসল কোন্ মোকামে?
মিষ্টি কথার সস্তা ছওয়াব
ছেড়ে আয় রে অহি-র ছায়ায়\
***