কবিতা/গান
সত্যের ডাক

হে মুসলিম নওজোয়ান! উচু কর তোমার শির
ঝেড়ে ফেল সব ক্লান্তি, মুছে ফেল অবসাদ।
উঠাও তোমার ঈমানের শাণিত তলোয়ার
চেয়ে দেখ সমগ্র বিশ্বে ছেয়ে গেছে অন্যায়-অত্যাচার
দৃপ্তপদে চল সেখানে, যেখানে মুসলমান হচ্ছে
নিগৃহীত, নির্যাতিত।
তুমি হও দৃঢ় প্রতিজ্ঞ
তিমির রজনীতে চল নির্ভয়ে
কুরআন-সুন্নাহ অাঁকড়ে ধরে
হানা দাও কাফিরদের আস্তানায়।
তোমাকে হ’তে হবে খালিদ, হামযার আদর্শে
উজ্জীবিত দুঃসাহসী এক বীর।
আল্লাহু আকবার ধ্বনিতে
প্রকম্পিত কর গগণ-পবন।
শান্তির আলোকবর্তিকা নিয়ে
সংস্কার কর এ বর্বরোচিত সমাজকে
তোমার পথ পানে চেয়ে আছে
কত অসহায় মা-বোন!
ওঠ, থেকো না আর চোখ বুজে
রাসূলের দেখানো পথ ধর
তাওহীদের পতাকা উড্ডীন কর।
শান্তির সমীরণ বইয়ে দাও ধরণীর প্রতিটি প্রান্তে
সাম্যের ঝান্ডা উড়িয়ে দাও
অসাম্যে কলুষিত সমাজে।
জাগো, জাগো, হে নবীন-তরুণ!
হাতে নাও সত্যের তরবারী,
এগিয়ে চল সম্মুখপানে।
– জারীন তাসনীম
খুব সুন্দর কবিতা।ভালো লিখেছেন।শুভ কামনা রইলো।