কবিতা/গান

মুমিন বলি তাকে

-মুহাম্মাদ আতিয়ার রহমান
মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।

শীতের কাঁথা উল্টে ফেলে
মুওয়ায্যিনের ডাকে
ভোর বিহানে মসজিদে যায়
মুমিন বলি তাকে।
ললাট যাহার সিজদা রত
ধরার ধূলার পরে,
সেই তো সঠিক বান্দা আল্লাহর
মুমিন বলি তারে।
সরল জীবন সত্য পথে
যে জন চলে সদা,
সেই তো মুমিন তাকেই ভাল
বাসতে পারেন আল্লাহ।
আল্লাহর ডাকে তৈয়ার থাকে
যে জন সর্বদায়
নিজের জীবন বিলিয়ে দিতে
মুমিন বলি তায়।
মুমিন তো সেই বান্দা আল্লাহর
জীবন মরণ যিনি,
আল্লাহ্কে সে ভালবেসে
সব কিছু দেয় দানি\
***


মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button