কবিতা/গান

অনুতপ্ত


-মুসাম্মাৎ জুলিয়া আখতার
দৌলতখালী, দৌলতপুর, কুষ্টিয়া।

জাহেলিয়াতের ঘোর তমসায়
তুলেছি দুই হাত
কবুল করো ওগো প্রভু
এই পাপীর মুনাজাত।
ঈর্ষার ঐ হিংস্র অনলে
জ্বলি দিবস রাত
করুণাকামী দয়াময়
আমায় দাও গো নাজাত।
স্বার্থপরতা আর ধৃষ্ঠতার জালে
বন্দী হয়েছি আমি
দ্বীনের মশাল অন্তরে জালিয়ে
মুক্ত কর প্রভু তুমি।
মিথ্যা আর ছলনায় ঠকে
সদা নিবেদিত এই প্রাণ
সব প্রবৃত্তি ধ্বংস করতে
দাও প্রভু মোরে ঈমান।
দাম্ভিকতার এই হৃদয় জুড়ে
বসেছে শত্রু শয়তান
দূর কর কলুষতা, চিত্তে জ্বালাও ঐশী শিখা
সত্যের আল-কুরআন।
দূর কর বাতিল কামনা
তোমার কাছে মোর এই প্রার্থনা
যেন জাহান্নামের আগুন হ’তে
একটু মুক্তি পাই।

***



মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button