কবিতা/গান
মন পেতে চায় আল-কুরআনের আলো
মন পেতে চায় আল-কুরআনের আলো
ধুয়ে যাক মুছে যাক কলুষ কালো।
এ আলোয় মধু মাখা
নবরূপে দিক দেখা
সকলের প্রাণ সখা
হোক সে ভালো।
মন পেতে চায় আল-কুরআনের আলো
জীবনের আছে যত সুখ হাসি গান
ব্যথা-বেদনায় ঘেরা দুঃখ অফুরান
সব ব্যথা দূরে থাকে
কুরআনের এ আলোকে
মন খুঁজে ফেরে যাকে
এই সে আলো,
ধুয়ে যাক মুছে যাক মনের যত কালো
তাই পেতে চাই আল-কুরআনের আলো
জান্নাতী সওগাত কুরআনখানি
মুক্তির পয়গাম আমরা জানি
এ সুধায় মন ভরে
সঠিক জীবন গড়ে
পৃথিবীর ঘরে ঘরে
এ দীপ জ্বালো,
ধুয়ে যাক মুছে যাক সকল কালো
মন পেতে চায় আল-কুরআনের আলো।
***
-মোল্লা আব্দুল মাজেদ
পাংশা, রাজবাড়ী।