কবিতা/গান
সন্ত্রাস ও দুর্নীতি
হাতটা কাঁপে থরথর কলম কাঁপে ভয়ে
সন্ত্রাসী আর দুর্নীতিতে দেশটা গেছে ছেঁয়ে।
দিন মজুরের টাকা আর ভিক্ষার চাল
কেড়ে নিচ্ছে রাস্তা ঘাটে দেশের একি হাল।
উন্নয়নের নামে যারা করছে টাকা লুট
তারা বলে দেশটা এখন আগের চেয়ে গুড।
কেউ থাকে না দুঃখীর পাশে ব্যথা বুঝে না কেউ
ছোট্ট এই স্বাধীন দেশে সন্ত্রাসীদের ঢেউ।
সমাজ সেবার নামে যারা করে দুর্নীতি
তারাই দেশের বড় নেতার পায় যে স্বীকৃতি।
সুষ্ঠু-সুন্দর দেশ গড়তে হয় না যেন ভুল
সবাই মিলে সন্ত্রাসীদের করতে হবে নির্মূল।
***
– নওশাদ আলী