কবিতা/গান
আলোয় ভরে মুখ
-মুমিন মেহেদী
মধুবাগ, ঢাকা।
বাংলা ভাষায় কথা বলা
বাংলাদেশে থাকা
মায়ের সাথে কান্নাহাসি
আদর সোহাগ ভালোবাসি
মধুর সুরে ম’ বর্ণতে
মা বলে ডাকা।
ভাল লাগে খুব
এই ভাষাতে
মন আশাতে
দেই সবুজে ডুব।
কিশোর আলো সূর্যি মামার
বুক থেকে রোজ ভোরে
ছড়িয়ে পড়ে নদীর নায়ে
সবুজ রঙের দূরের গায়ে
মনটা হাসে খুশির ধারায়
যায় নীলে উড়ে
দূর আকাশের বুক।
মন কেড়ে নেয়
আনন্দ দেয়
আলোয় ভরে মুখ।
***