কবিতা/গান
শীতের হাওয়া
– আব্দুল মুমিন
নামাযগড় কামিল মাদরাসা, নওগাঁ।
শীতের হাওয়া লাগছে গায়ে
গা শিরশির করে,
ঘাসের ডগায় গাছের পাতায়
শিশির কুচি ঝরে।
কচুর পাতায় ব্যাঙের ছাতায়
হিম কুয়াশা ঝরে,
দস্যি ছেলে মাছ ধরতে
যায় না নদীর তীরে।
হিমেল শিশির সারা গায়ে
বন্দী খোকা ঘরে,
তখন আমি সময় কাটাই
কুরআন হাদীছ পড়ে।
***