কবিতা/গান
এসো অহি-র পথে
-মুহাম্মাদ তরীকুল ইসলাম
নওদাপাড়া মাদরাসা, রাজশাহী।
ইজমা ক্বিয়াস কিক্বাহ ছেড়ে
ধর হাদীছ ও কুরআন,
খালেছ মনে তওবা কর
হও খাঁটি মুসলমান।
যদি হ’তে চাও জান্নাতি মেহমান
সঠিকভাবে পালন কর আল্লাহ্র বিধান।
অহি-র বিধান মেনে যদি চল ইহকালে
মুক্তি পাবে আগুন থেকে তবে পরকালে।
ফির্কাবন্দী দলাদলী ছেড়ে দিয়ে ভাই
কুরআন হাদীছ মেনে চল নইলে নাজাত নাই।
ভ্রান্ত পথ ছেড়ে দিয়ে আস অহি-র পথে
যে পথ তোমায় তরিয়ে নিবে কঠিন ক্বিয়ামতে।
এসো সবাই অহি মানি পাইতে নাজাত
হিসাব তবে সহজ হবে মিলবে জান্নাত।
***