কবিতা/গান
অপূর্ব সৃষ্টি জগত

-মুহাম্মাদ আব্দুল্লাহ আল-মাহমূদ
পার্বতীপুর, দিনাজপুর।
কেন এই পৃথিবীর বুকে হাযার সৃষ্টি কুল,
মানব হ’ল অতি সুন্দর খাঁটি নির্ভুল।
তৈরী করল কোন্ জনা সে সুন্দর সুঠাম দেহ,
এত সুদক্ষ গঠনকারী হ’তে পারে কি সাধারণ কেহ।
বিশাল সেই বটগাছে কে বানালো ছোট্ট ফল,
দুর্বল গাছে তরমুজ দেখি সুন্দর পরিমল।
কোথা হ’তে আসছে পানি কোথায় বা তার বাড়ি,
কে বানালো মানবের মধ্যে অপরূপা সুন্দরী নারী।
কোন্ জনা সে ফুলের গাছে গন্ধে দিল ভরে,
পাখি সব যেন কার গান গায় মিষ্টি মধুর সুরে।
জলের মধ্যে মানুষ বাঁচে না মাছের বসবাস,
বৃক্ষের দোলায় তৈরী হ’ল শুদ্ধ সুবাতাস।
কে বানাল বিনা খুঁটিতে সুন্দর ঐ আসমান
কোন্ জন সে সৃষ্টি করল দেহের মাঝে প্রাণ।
তিনি হ’লেন সৃষ্টিকর্তা আল্লাহ মহান
সৃষ্টি করেছেন ছয় দিনে বিশ্ব জাহান।
***