কবিতা/গান

দেশের তরে


– এফ.এম. নাছরুল্লাহ

কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।


সাগর জলে সিক্ত নদী
নয়ন জলে বুক,
অগ্নি জ্বলে খাঁটি সোনা
ছড়ায় আপন রূপ।
কারার জেলে হকপন্থীরা
যুগের পরে যুগ,
হক্বের জোরে বেরিয়ে আসে
এটাই তাদের সুখ।
দেশের তরে সংগ্রামে
সদাই মোরা অটুট,
যুগে যুগে কত রাজসিংহাসন
পেয়েছি শত মুকুট।
ধর্মসমাজ রাষ্ট্রনীতি
সবখানে মোদের উদার প্রীতি,
গেয়ে যাই সাম্যের গান,
মাতৃভূমির লাগি আমরাই সর্বত্যাগী
দিয়েছি যুগে যুগে তরুণ প্রাণ।
ধান শালিকের দেশে আমরা বীরের বেশে
এনেছি স্বাধীনতার লাল সূর্য,
সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে
করতে পারি যেন দেশের সেবা হে আল্লাহ!
দাও তুমি মোদের সেই ধৈর্য।
***


ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button