কবিতা/গান

আজব ইনসান


-মুহাম্মাদ আব্দুস সাত্তার
রাণীগঞ্জ, ত্রিশাল, ময়মনসিংহ।

উচ্চৈঃস্বরে আযান হাকে
মিনার হ’তে মুয়ায্যিন,
মুছল্লীদের ভাঙ্গে না ঘুম
গুণছে প্রহর ইমামগণ।
নিদ্রা হ’তে ছালাত উত্তম
বলছে যখন মুয়াযযিন,
কাঁথামুড়ি দিয়ে ঘুমায়
মাখলূক সেরা এই ইনসান।
এস মসজিদ পানে সবে
কল্যাণ তরে ছুটে এস,
গুনাহ হবে ক্ষমা তোমার
জান্নাত তুমি পাবে আরো।
কিন্তু কে শুনে কার কথা?
করছে সবে যার যা খুশি,
মসজিদ খালি মাযার গরম
পুঁজিবিহীন ব্যবসা ভারি।
ফজর গেল ঘুমের ঘোরে
যোহর গেল কাজের ফাঁকে,
আছর গেল হাট-বাজারে
হিসাব কে তার রাখে?
মাঝে-মধ্যে পড়ে মাগরিব
এশার আবার খবরই নাই,
এ মুছল্লীর তরে ওয়ায়েল
সূরা মাঊনে প্রমাণ পাই।
জুম‘আর ছালাত পড়তে এসে
দাঁড়ায় সদা প্রথম ছফে,
ঈদের ছালাত মজা ভারি
মিলাদ-মাহফিল নাহি ছাড়ে।
ওযূ ছাড়াই পড়ে কভু
ফরযে কিফায়া জানাযা ছালাত,
নির্বাচনের সময় এলে
দিকে দিকে শুধুই সালাম।
ভন্ড নেতায় ভরেছে দেশ,
কালো টাকায় মেযাজ কড়া
প্রতিশ্রুতির বিশাল ঝুড়ি
নির্বাচনের পরেই ফাঁকা।
বিচারের বাণীটা কাঁদে
যোগ্য নেতাই ধুঁকে মরে,
আজব ইনসান হ’তে সাবধান
নইলে যাবে জাহান্নামে।
***


মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button