কবিতা/গান

নামে মুসলমান


-এস.এম. মুনীরুযযামান
মেরীগাছা, নাটোর।

মুসলমানদের ধর্ম
ইবাদতই কর্ম।
যে জন তা বুঝে না
সত্যকে সে খুঁজে না।
সৃষ্টিকর্তা আল্লাহ মহান
তিনি ছাড়া মাবূদ নাই,
নবীর পথে চলতে হবে
জান্নাতে তবে পাবে ঠাঁই।
ঈদের দিনে হয় মুসলমান
পরে জুববা টুপি
শয়তানের পূজা করে সদাই
কথায় তারা ছূফী।
ছালাত-ছিয়াম নাই যে তাদের
সদাই মুখে অশ্লীল গান
শয়তানী কাজ সদা করে
নামে তারা মুসলমান
***


মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button