কবিতা/গান

দৃপ্তশপথ


-আহমাদ রিজভী
দ্বীপচাঁদপুর, আত্রাই, নওগাঁ।

মুছে যাক অন্ধকার
আলো আসবেই এবার।
নতুন দিনের গাইছি গান
শান্তির সংগ্রামে জেগেছে নতুন প্রাণ
গাইছি ভালবাসার গান
রাখব বিবেকের সম্মান।
নতুন সমাজ গড়ব যেখানে থাকবে সুখ আর সম্প্রীতি
এসো সবাই হাতে হাত রেখে এই শপথ আজকে করি।
গড়ব সমাজ, দিয়ে প্রীতি
থাকবে না কোন রেষারেষি, সহিংসতা হানাহানি
থাকবে সেথা শুধুই শান্তি।
***


মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button