কবিতা/গান
জন্ম এমন দেশে

জন্ম আমার এমন দেশে
জন্মসূত্রে মুসলমান,
ইসলাম হ’ল মোদের ধর্ম
কুরআন-হাদীছ নয় সংবিধান
মুসলিম ঘরে জন্ম নিয়েও
ইসলাম হ’ল অন্তরাল,
শরী‘আতের পরিপন্থী মোরা
মেনে চলি সব বিধান
আদালতে বৃটিশ আইন
অফিস পাড়ায় দুর্নীতি,
সূদে-ঘুষে দেশটা ভরা
জনগণের দুর্গতি।
খুনী-সন্ত্রাসী যালেম যারা
আইন তাদের পকেটে,
ধর্মপ্রাণ মুসলিম যারা
বিনা অপরাধে জেল খাটে।
ধর্মের নামে রাজনীতিতে যারা
টুপি পরা মুসলমান,
কুরআন-হাদীছ পরিপন্থী
কিয়াস তাদের মূল বিধান
***
– আবু নাফিয আল-মাহমূদ
মোহনপুর, রাজশাহী।