কবিতা/গান

মাহে রামাযান


-রুপালী
বড়াইগ্রাম, নাটোর।

মাহে রামাযানের আগমনে
কত আয়োজন,
তবু কেন কেঁদে উঠে না
পাপে ভরা মন?
সারা বছর করে পাপ
সব থাকে জমা,
এ মাসে সব গোনাহ হ’তে
চাই প্রভুর ক্ষমা।
বারবার করি স্মরণ
দয়ালু আল্লাহ্কে,
ক্ষমা যেন করে দেন
অপরাধী আমাকে।
গভীর রাতে দু’হাত তুলে
আল্লাহ্র কাছে বলি,
সারাক্ষণ আমি যেন
সত্যের পথে চলি।
সারা বছর থাকি যেন
আল্লাহ্র প্রেমে মশগূল,
মৃত্যুর পরে পাই যেন
সেই জান্নাতের কূল।
***


মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button