কবিতা/গান
ফাঁকি
মুহাম্মাদ সিরাজুদ্দীন
শৌলমারী, জলঢাকা, নীলফামারী।
কথায় ফাঁকি কাজে ফাঁকি
সবখানেতে চলে,
স্বার্থ হাছিল তরে মানুষ
মিথ্যা কথা বলে।
শিক্ষকে দেয় ক্লাসে ফাঁকি
ছাত্র ফাঁকি পড়ায়,
ব্যাংক অফিসে ফাঁকি দিয়ে
কেউবা টাকা কামায়।
ফাঁকি ছাড়া নেই যে কিছু
নেই যে কোন কাজ,
ফাঁকির বলেই চলছে দেখ
মোদের এই সমাজ।