কবিতা/গান
মানব দানব
মাহফূযুর রহমান আখন্দ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
মায়া ভরা জোসনা নদী খাল বিল
বিষে বিষে ভরে গেছে আকাশের নীল
মেঘের মধ্যে শুনি আত্মার ডাক
উড়ে যায় একচালা ঘর।
নদী বন একাকার, ভুট্টার খই
জমে তবু কাদামাটি
পড়ে আছে ঘরে ঘরে কিষাণের মই
আপন চকিতে কেউ, কেউবা আজীবন পর।
ধেয়ে আসে ধ্বংস কান্নার মহোৎসব
লোকালয়ে ফুলকি বিভৎস রোল
মহাকাল কুড়ে খায় শিশুদের পাঠ, নিষ্পাপ বোল।
আপোষের ডাক আসে
আত্মায় জমা রেখে শয়তান আর ভুতসব
মুখ ঢাকা মুখোশে ছায়া ফেলে দয়ার মানব
কলকাঠি তার হাতে স্বরূপে সে হিংস্র দানব।
মিসাইল ফুল খায়, ছড়ায় আবেশ
রক্তের বন্যা আহা বেশ বেশ
মরুভূমি নদী খাল পদ্মার চর
আপন ছবিতে আজ সব যেন পর।
***