কবিতা/গান
শেষ নবীজির পথ

আব্দুস সাত্তার মন্ডল
শড়গাছি, পুঠিয়া, রাজশাহী।
শেষ নবীজির পথের পথিক
এই দুনিয়ায় যারা,
শান্তি পাবেন সারা জীবন
হবেন তারাই সেরা।
আলো বাতাস হাসি কান্না
চিরকালের তরে,
আমরা কেহ থাকব না তো
থাকবে সবাই গোরে।
বাপ-দাদা আর পূর্ব-পুরুষ
নেই তো কেহ তাই
দু’দিনের এই দুনিয়াতে
নেইকো কারো ঠাঁই।
***