কবিতা/গান
ক্লান্ত পথিক
আতিয়ার রহমান
মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
ওগো পথিক আর কত রবে
বৃক্ষ ছায়াতে বসি?
ক্ষণিকের তরে মায়াবিনীর এ
ছলনাকে ভালবাসি?
রবে নাকো হেথা যেতে হবে তব
আসল সে ঠিকানায়,
তবে কেন তুমি ক্ষণিকার প্রেমে?
সময় যে বয়ে যায়।
যত পার ভরো মতি ও মানিকে
পাত্র রেখ না খালি,
শ্রান্তির বোঝা সব পায়ে দলে
সম্মুখে যাও চলি।
কাটালে অলসে যেতে হবে শেষে
খালি রেখে দু’টি হাত
ঘোর অমানিশা বেড়ী দেবে আসি
না ফুটিব সুপ্রভাত।
ওগো পথিক! পাবে নাকো হেথা
হৃদয়ের ভালবাসা,
হেথা আছে শুধু ছলনায় ভরা
মিথ্যা পাওয়ার আশা।
যেথা আছে তব আপন নিবাস
ত্বরা পদে সেথা চল
মিথ্যার আবাস চুরমার কর
ক্লান্তি দু’পায়ে দলো।
আপন নিবাসে পৌঁছবে শেষে
দেখিবে নিজের দেশ,
হৃদয়ে জ্বালা রবে না সেথায়
রবে না কষ্ট-ক্লেশ।
***