কবিতা/গান
রামাযান
শহীদুল্লাহ
নলত্রী, গোদাগাড়ী, রাজশাহী।
পুণ্যের সমীর বইয়ে দিতে
এল মাহে রামাযান
মুসলিম উম্মতের মাঝে
বইছে আনন্দের বান।
সহস্র মাসের অধিক পুণ্য
এমাসের এক রাতে
ছিয়াম রাখব ছালাত পড়ব
পুণ্য লাভের আশে।
সারা বছর খারাপ কাজ
আর করেছি যত পাপ
রামাযানে ছিয়াম রেখে
করিয়ে নেব সবই মাফ।
দু’হাত তুলে প্রভুর নিকট
করব ফরিয়াদ
ছিয়াম রাখছি তোমার ভয়ে
পাপ হ’তে করে দাও আযাদ।
অফুরন্ত পুণ্য নিয়ে
এল মাহে রামাযান
সবাই মিলে রাখব ছাওম
এই করেছি পণ।
***