কবিতা/গান
ছিয়ামের শিক্ষা
ডাঃ মুহাম্মাদ গোলাপ উদ্দীন মিয়া
ওছমানপুর বাজার, ঘোড়াঘাট, দিনাজপুর।
শিক্ষা নেই ছিয়াম হ’তে
কত বড় ক্ষুধার জ্বালা,
এজন্যই মোদের তরে ছিয়াম
ফরয করেন আল্লাহ তা‘আলা।
উপোষ করি নিজে স্বয়ং
খাওয়াই যদি ভাইকে আপন,
ক্ষুধার্তের কত জ্বালা
বাস্তবে বুঝব তখন।
রিয়াজত ও নফস যদি
রাখতে পারি আল্লাহ্র পথে
জান্নাতের বাগানে গিয়ে
ফল খাব ইচ্ছামতে।
***