কবিতা/গান

শাফা‘আত

শিহাবুদ্দীন আহমাদ
সহকারী শিক্ষক, নওদাপাড়া মাদরাসা।
শাফা‘আত হ’ল Recommendation
কারো পক্ষে সমর্থন,
প্রভু হ’তে পাইতে কিছু
নিজকে সমর্পণ।
শাফা‘আত হ’ল ব্যাপক বিষয়
গুরুত্ব যার খুবই,
বিস্তৃতি পরকাল নাগাদ
চাইতে যত সবই।
বৈষয়িক জীবনে সুফারিশের
খুবই প্রয়োজন হয়,
বিচার কাজের সমাধানেও
তারই ভূমিকা রয়।
রোজ হাশরে শাফা‘আতের পরে
প্রভু বিচার করবেন শুরু,
হাশর ময়দান যেই সময়ে
ভীত-সন্ত্রস্ত কাঁপবে দুরু দুরু।
শাফা‘আতের কান্ডারী হবেন
শেষ নবীজী ভাই,
তাঁর শাফা‘আতে প্রভুর রোষ
হবে প্রশমিত তাই।
তাঁর শাফা‘আত বিনে কভু
বিচার শুরু হবে না,
তাঁর শাফা‘আত বিনে কেউ
সেদিন মুক্তি পাবে না।
তাঁর সুফারিশ পাওয়ার লাগি
ছহীহ সুন্নাহ ধরো,
শিরক-বিদ‘আত ত্যাগ করে
তাঁর আদর্শে জীবন গড়ো।
অহি-র আলোকে তোমার
সার্বিক জীবন গড়া চাই
পরকালে নাজাতের জন্য
অন্য কোন গতি নাই।
***

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button