কবিতা/গান

কাটল আধার

এফ.এম. নাছরুল্লাহ
কাঠিগ্রাম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
পূর্ব আকাশে উঠল সুরুজ
কাটল অাঁধার ঘোর,
আলোকিত বিশ্বজগৎ
খুলল আলোর দোর।
পলাশ বেলীর ফুটল কলি
ছুটল অলির ঝাঁক,
এই পৃথিবী বড়ই সুন্দর
গড়িলেন আল্লাহ পাক!
সবুজ-শ্যামল বন বনানী
পাখির মিষ্টি সুর,
নানা ফুলে গন্ধ ছড়ায়
যায় তা অচিন পুর।
সাঁঝে জ্বলে সন্ধ্যা বাতি
জোনাক পোকার দল,
রাতকে সাজায় চন্দ্রাবতী
হাজারো তারার ঢল।
গভীর রাতে লক্ষ্মী পেঁচায়
ভাঙ্গিয়ে দেয় ঘুম,
মুমিন পড়ে তাহাজ্জুদ ছালাত
রাত যখন নিঝুম।
মহান আল্লাহ নেমে আসেন
সাত আসমানের নীচে,
যার যা আছে চাওয়া পাওয়া
দান করে যান নিজে।
সকল সমস্যা বান্দার
তিনি করেন সমাধান
মহান আল্লাহ অসীম দয়ালু
রহীম-রহমান\

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button