কবিতা/গান

দূর হোক ভেজাল

মুহাম্মাদ আবু তাহের
জগতপুর, বুড়িচং, কুমিল্লা।
চালে ভেজাল ডালে ভেজাল
তেলেও ভেজাল হায়!
ভেজাল খাবার খাচ্ছে সবাই
বাঁচার কি উপায়?
মাছে ভেজাল গোশতে ভেজাল
দুধেও ভেজাল হায়!
নির্ভেজাল নেই কোথাও
এখন কি উপায়?
ফল ফলাদি যত সব
বাজারজাত হয়
তাও সব ভেজাল যুক্ত
নির্ভেজাল নয়।
ভেজাল যুক্ত খাবার যখন
দৈনন্দিন খাই,
দেহ-মন সুস্থ রাখার
কোন পথ নাই।
খাদ্যদ্রব্যে ভেজাল মিশানো
এটাই শেষ নয়
কুরআন-হাদীছ শিক্ষা দিতেও
ভেজাল শিখানো হয়।
আল্লাহ্র ভয় থাকবে যখন
সবার অন্তরে
আসলে ভেজাল মিশানো
বন্ধ হবে চিরতরে।
ইহকাল পরকালে
মুক্তি পেতে হ’লে
আসতে হবে নির্ভেজাল
তাওহীদী পতাকাতলে।

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button