কবিতা/গান
পণ্যশালার বিজ্ঞাপন
ঐ ঔষধটা কাশির সিরাপ
এই ঔষধটা হাসির
ওটা খেলে জ্বরের মরন
পাবে কেবল হাসি।
এ ঔষধটা ক্ষুধা বাড়ায়
ঐটা খেলে কমে
এটা খেয়ে দেখতে পারো
হজম হবে তবে।
ওটা খেলে জ্বরের মরন
পাবে কেবল হাসি।
এ ঔষধটা ক্ষুধা বাড়ায়
ঐটা খেলে কমে
এটা খেয়ে দেখতে পারো
হজম হবে তবে।
মাথার টনিক নিয়েছো তুমি,
দিয়েছো কি চুলে?
ঠান্ডা মাথায় আসলো কি ঘুম,
নিদ্রাকুসুম মেখে?
দুশ্চিন্তা কমার আছে বড়ি
চিন্তা নেইকো আর ,
এক ফাইলের সেকি দম!
দুঃখ করবে সাবাড়।
মুটিয়ে গিয়েছো নাকি শুকিয়ে?
সেটার ভাবনাটা আমাদের।
তোমরা শুধু গিলে যাও
কপট বিজ্ঞাপনের আড়ালে।