কবিতা/গান

অন্ধ গোরের বাতি

বিজয়গাঁথা গল্প পড়ে কল্পনাতে সুর তুলি,

অহি-র জ্ঞানের স্বল্প ছোঁয়ায় মনটা করে দুলদুলি।

দূর অতীতে রাসূল মোদের এলাহী বাণীর দার খুলে,

মোদের কাঁধে দিয়ে গেছেন আমানতের ভার তুলে।

আল-কুরআনের আলো দিয়ে করতে হবে বিশ্বজয়,

ছহীহ সুন্নাহর স্নিগ্ধ দ্যুতি রাখতে হবে বক্ষময়।

আয়রে ছুটে বিবাদ টুটে ঈমান লয়ে বক্ষে,

নিয়তটাকে খালেছ করি প্রভুর ক্ষমার লক্ষ্যে।

শিরক-বিদ‘আতের নর্দমাতে ডুব দিব না আর,

কুরআন-হাদীছ জ্বালাবে আলো ঘুচবে অন্ধকার।

মেনে নবীর আদর্শকে কাটবে দিবস-রাতি,

মরার পরে অন্ধ গোরে জ্বলবে অমর বাতি।

– আব্দুল্লাহ আল-মা‘রূফ
আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button