কবিতা/গান

জিজ্ঞাসা

তোমরা কি দেখেছো কোথাও

আছে কি সেই মুসলমান?

আল্লাহর ভয়ে ভীতু হয়ে

এনেছে পূর্ণ ঈমান।

তোমরা কি দেখনি সেই দিন?

ইতিহাসে আছে লেখা

আবু বকর ওমর আলী

ওছমান চার খলীফা।

রাসূলের ডাকে সাড়া দিয়ে

কবুল করেছিল ইসলাম

তারা শ্রেষ্ঠ মুসলমান।

আছে কি সেই মুসলমান?

দ্বীন কায়েম করেছিল যারা

বুকের শেষ রক্ত দিয়ে

জান্নাতী জীবন লাভ করেছে

সেই রক্তের বিনিময়ে।

তোমরা তাদের ভুলে যাবে,

দেবে না রক্তের পুরা দাম।

এসো তবে জীবন গড়ি

হাতে নিয়ে আল-কুরআন।

আছে কি সেই মুসলমান?

শপথ বাক্য পাঠ করেছে যারা

রাসূলের দু’হাত ধরে

জান-মাল আল্লাহর পথে দেখো

দিয়েছে উজাড় করে।

তবু তাদের চিনলে না তো

দিলে না রাসূলের সম্মান,

আছে কি সেই মুসলমান?

এক মুসলমানের বন্ধু হবে,

দেখো আরেক মুসলমান

আছে কি সেই মুসলমান?

আবুল কাশেম

মন্তব্য করুন

আরও দেখুন
Close
Back to top button