কবিতা/গান

আহবান

হায়রে মানুষ নেই কিরে হুঁশ

করে যাচ্ছ অন্যায়

তোমার আচরণে এ পাষাণ মনে

জাগবে কবে ভয়?

তুমি তো শ্রেষ্ঠ সৃষ্টির জ্যেষ্ঠ

আশরাফুল মাখলূকাত

করছ দুর্নীতি ঘটছে অবনতি

এভাবে কাটছে দিন-রাত।

নেই কোন একতা বিভক্তি বিচ্ছিন্নতা

করে চলেছ যুলুম

পশু-পাখি ঘৃণা করে আনুগত্যে তাচ্ছিল্য করে

তোমার ভাঙবে কবে ঘুম?

দেশে নেই শান্তি অশান্তিতে নেই ক্লান্তি

হবে কি পরিণতি?

দলে দলে অবিচার বিরোধীদের উপর অত্যাচার

কি ভয়াবহ রাজনীতি!

দল মত সব ছেড়ে এক আল্লাহর দিকে ফিরে

মানুষ হও আগুয়ান

হারানো মর্যাদা ফিরে পাবে সবাই

পাবে সেই মান।

মুহাম্মাদ মাস‘ঊদুর রহমান

আরও দেখুন:  কুরবানী

এ সম্পর্কিত আরও পোস্ট

মন্তব্য করুন

Back to top button