কবিতা/গান
আল-হেরা
মহান আল্লাহর বিধান নিয়ে লোকালয়ে রাসূলের ফেরা
বিশ্ববাসীর মুক্তির তপসা কেন্দ্র ‘আল-হেরা’।
দিন-দিনান্তর বছরের পর বছর
মানবতার মুক্তির সন্ধানে যিনি ছিলেন ধ্যানে বিভোর।
জীবনে-মরণে পূত-পবিত্র যে মহামানব
আখেরী নবী তিনি উম্মাত দরদী মহানুভব।
জননী খাদীজা তাহেরা নবী সহধর্মিনী
প্রিয় রাসূলের খোঁজে দিবা-যামিনী
হেরার মাঝে যেতেন তিনি।
দিতে খাবার নিতে খোঁজ রাসূলের প্রতি ভালবাসায়
ছিল না কোন ঘাটতি সুন্দর ভবিষ্যতের কামনায়।
আল-হেরার আলো সেতো মানবতার চলার মশাল
ধক্ষংস হ’ল ত্বাগূত বাতিল হ’ল চির পয়মাল।
হেরার আলোয় উদ্ভাসিত হ’ল নয়াদিগন্ত
মুক্তির সওগাত নিয়ে এলো চির অনন্ত।
মুহাম্মাদ আব্দুল ওয়াকীল
নাড়াবাড়ী হাট, বিরল, দিনাজপুর।