সংবাদ

মদ্যপানের কোন নিরাপদ মাত্রা নেই

মদ্যপানের কোন নিরাপদ মাত্রা নেই। যে কোন পরিমাণ মদপানই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিকসে’ ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’ নামের বৈশ্বিক উদ্যোগের গবেষণায় প্রমাণিত হয়েছে যে, মদপান ক্যান্সারসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যানসেটে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। এই গবেষণায় দেখা যাচ্ছে, বিশ্বে প্রতি তিনজনে একজন মদ পান করে। অপরিণত বয়সে মৃত্যু ও প্রতিবন্ধিতার জন্য সপ্তম ঝুঁকিপূর্ণ অভ্যাস মদ্যপান। প্রতিবছর ২৮ লাখ মানুষ মারা যায় মদের কারণে। গবেষকেরা বলেছেন, মদের কোন নিরাপদ মাত্রা নেই।

প্রবন্ধে বলা হয়, ডেনমার্কের মানুষ সবচেয়ে বেশী মদ পান করে। দেশটির ৯১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৯৫ দশমিক ৩ শতাংশ নারী মদ পান করে। সবচেয়ে কম মদ পান করা দেশগুলোর তালিকায় আছে মুসলিম দেশগুলো। আর সবচেয়ে কমসংখ্যক নারী মদ পান করে বাংলাদেশে। এদেশের শূন্য দশমিক ৩ শতাংশ নারী মদপান করে বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে। [রাসূল (ছাঃ) বলেছেন, যার অধিক মাত্রায় মাদকতা আনে, তার কম মাত্রাও হারাম’ (তিরমিযী হা/১৮২৫ প্রভৃতি)]

ইসলামিক ইমেইল নিউজলেটার
নতুন পোস্ট প্রকাশিত হলে সরাসরি আপনার ই-মেইল ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।
icon

মন্তব্য করুন

Back to top button