কবিতা/গান
রামাযান

-আতিয়ার রহমান
মাদরা, কলারোয়া, সাতক্ষীরা।
বরষের পর তরণী সাজিয়ে
দ্বারে এলো ফের রামাযান,
নেকির পসরা এনেছে সাজিয়ে
গোনাহগারে দিতে পরিত্রাণ।
ফেরদৌস আর জান্নাত তারা
দ্বার খুলে আজি দাঁড়ায়ে,
বান্দার বুকে মিশাইবে বুক
চেয়ে রহে হাত বাড়ায়ে।
পাতকী রবে না হবে নাতো কেউ
আল্লাহ ছাড়া কারোর দাস,
অশেষ পুণ্য অর্জিবে আজিকে
মুমিনের মনে আশ।
এ মহান মাসেতে হেরা গুহাতে
কুরআনের বাণী এলো,
আল্লাহ্র নবীর (ছাঃ) হৃদয় পটে
জ্বলিল অহি-র আলো।
মিথ্যা ইলাহ্র আসন যত সব
হ’ল যে কম্পমান,
মুমিনের দিল সতেজ করিতে
তুমি এলে রামাযান।
***