ছালাত/পবিত্রতা
জুম‘আ ও ঈদায়নের খুৎবার মধ্যে খতীব হাত তুলে দো‘আ করতে পারবে কি?
উত্তর : জুম‘আ ও ঈদায়নের খুৎবার মধ্যে খতীব দো‘আ করার সময় হাত উত্তোলন করার পক্ষে কোন দলীল পাওয়া যায়না। কেবল বৃষ্টি প্রার্থনার জন্য খুৎবা চলাকালে ইমাম মিম্বরে দাঁড়িয়ে হাত উঠিয়ে দো‘আ করতে পারবেন (বুখারী হা/৯৩৩; মুসলিম হা/৮৯৭; মিশকাত হা/৫৯০২)।