ছালাত/পবিত্রতা
সালাতে বেশি রুকু হয়ে গেলে সাহু সিজদা দিলে হবে কি?
প্রশ্ন : সালাতে বেশি রুকু হয়ে গেলে সাহু সিজদা দিলে হবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সালাতে কেউ যদি বেশি রুকু দিয়ে ফেলেন সেক্ষেত্রে সাহু সিজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। এর জন্য তাঁকে পুনরায় সালাত পড়তে হবে না। কেউ যদি বেশি সিজদা কিংবা বেশি রুকু করে ফেলেন এর জন্য তাঁর সালাত বাতিল হয়ে যাবে না। তিনি সালাত শেষে সাহু সিজদা দিলেই সেটা পূরণ হয়ে যাবে। তাহলে তাঁর সালাত শুদ্ধ হয়ে যাবে। তাঁর আবার নতুন করে সালাত পড়তে হবে না। কিন্তু রুকু যদি ছুটে যায় বা কম হয়ে যায় তাহলে তিনি সেটা করে নেবে।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।