ছালাত/পবিত্রতা

কাবলাল জুমা নিয়ে ইসলাম কী বলে?

প্রশ্ন : কাবলাল জুমা কাকে বলে? 

উত্তর : কাবলাল জুমা হলো, জুমার নামাজের আগে যে নফল নামাজ পড়া হয় সেটা। এটা ওয়াজিব কিংবা ফরজ নয়। যদি ঈমাম সাহেব আসার আগে আপনি মসজিদে চলে যান, তাহলে আপনি কাবলাল জুমা পড়তে পারেন। এই নামাজ দুই রাকাত করে পড়বেন। দুই রাকাত করে আট রাকাত বা যতটুকু সম্ভব পড়তে পারেন। ঈমাম আসার আগে যতক্ষণ সম্ভব হয় পড়তে পারেন। এটা ফরজ নয়, এটা অতিরিক্ত নামাজ। চাইলে পড়তে পারেন।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button