ছালাত/পবিত্রতা
মসজিদে কাবা’র ইমাম কি একদিকে দাঁড়িয়ে সালাত পড়ান?
প্রশ্ন : মসজিদে কাবা’র ইমাম কি একদিকে দাঁড়িয়েই সালাত পড়ান?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মসজিদে কাবা’র সালাতে ইমাম বেশিরভাগ ক্ষেত্রেই মাকামে ইবরাহিম চত্বরে সালাত আদায় করে থাকেন। কারণ আল্লাহ বলেছেন, তোমরা মাকামে ইবরাহিমকে সালাতের জায়গা হিসেবে নির্ধারণ করে নাও। তাই মাকামে ইবরাহিমের দিক থেকে সালাত আদায় করা হয়ে থাকে। এ ছাড়া কখনো কখনো অন্যদিক থেকে হয়। বিশেষ করে রাতের নামাজ। তবে এর জন্য কোনো বাধ্যতামূলক রীতি নেই।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।