ছালাত/পবিত্রতা
আসরের ফরজ নামাজের আগে নফল পড়া যাবে কি?
প্রশ্ন : আসরের ফরজ নামাজের আগে নফল পড়া যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসরের চার রাকাত ফরজ নামাজের আগে দুই রাকাত করে চার রাকাত সুন্নত নামাজ আছে। এগুলো হলো সুন্নাতে জায়েদা। মানে অতিরিক্ত সুন্নাহ। মানে এটি নফলও। তাই কেউ চাইলে পড়তে পারেন। কেউ যদি অতিরিক্ত নফল নামাজও পড়তে চান পড়তে পারেন। এতে কোনো সমস্যা নেই। এটি জায়েজ আছে। কিন্তু কাজা নামাজ পড়তে পারবেন না। কোনো নামাজ পড়তে হলে, আগে জানা উচিত যে রাসুল (সা.) এই উপদেশ দিয়েছেন কি না। নিজে বিধান আবিষ্কার করলে হবে না।
প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।