ছালাত/পবিত্রতা

নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কী?

প্রশ্ন : নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কী?

উত্তর : ধন্যবাদ আপনাকে। খুবই ভালো একটি প্রশ্ন করেছেন আপনি। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে তাহারাত করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। নামাজের যেই নিয়ত সেটা সঠিক ভাবে করতে হবে। নামাজের রীতিগুলো সঠিকভাবে জানতে হবে। সালাতের আহাকাম না জানলে আপনি আমল করতে পারবেন না। তাই এইগুলো পরিপূর্ণভাবে জানতে হবে। নামাজে পুরুষদের জন্য জামাতে সালাত আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওজড় ছাড়া জামাত মিস করবেন না। সবশেষ বলব, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই মনোযোগ ও বিনয় হতে হবে। অন্তরের উপস্থিতি রেখে মনোযোগ দিয়ে পরতে হবে। আর অবশ্যই নামাজের সময় শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে দূরে রাখতে হবে। আরও অনেককিছু আছে। এটা দীর্ঘ আলোচনার ব্যাপার। জেনে নেওয়ার চেষ্টা করবেন।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button