ছালাত/পবিত্রতা
জুমার দিনে নারীদের কখন জোহরের সালাত পড়া উত্তম?
প্রশ্ন : জুমার দিনে নারীদের কখন জোহরের সালাত পড়া উত্তম?
উত্তর : জুমার সালাতের আজান দেওয়ার পরপরই জোহরের সালাত আদায় করতে পারবেন। জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে না। ওয়াক্ত হয়ে গেলেই তারা সালাত আদায় করতে পারবেন। আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে, সালাতকে আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত সময়ের মধ্যে ফরজ করেছেন। সালাতের ওয়াক্ত যখন দাখিল হবে এবং আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আজান হয়ে গেছে, আর যেহেতু আপনি জুমার সালাতে অংশ গ্রহণ করতে পারবেন না, সেহেতু আপনি আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জোহরের সালাত আদায় করে নেবেন।
প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।