ছালাত/পবিত্রতা

ফরজ সালাতের পর হাত তুলে দোয়ার বিধান কী?

প্রশ্ন  : ফরজ সালাতের পর হাত তুলে দোয়ার বিধান কী?

উত্তর  : ধন্যবাদ আপনাকে। ফরজ সালাতের পর হাত তুলে যে মোনাজাতের কথা আপনি বলেছেন সেটা হলো দোয়া করা। মোনাজাত হলো যেটি একান্তই আপনি একা আল্লাহর দরবারে তোলেন সেটা। আর ফরজ সালাতের পর সবাই মিলে যেটা করি সেটা হলো দোয়া করা। সম্মিলিত দোয়া করা। যদিও এভাবে দোয়া করা রাসুল (সা.) এর একটি হাদিস দ্বারাও প্রমাণিত হয়নি। রাসুল (সা.) এর পথ অনুসরণ করা আমাদের জন্য জরুরি। সেটা করাই উত্তম। আমাদের রাসুল (সা.) যেভাবে দোয়া করেছেন সেটাই আমাদের করা উচিত। মানুষের দেখে দেখে কিছু করতে হলে সেটাকে না করাই উত্তম।

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

মন্তব্য করুন

Back to top button